ততোদিনই খেলতে পারবে যতোদিন মেসি চাইবে: মাসচেরানো

বয়স ৩২ পেরিয়েছে। এখনও খেলে যাচ্ছেন তরুণদের মতো সমান তালেই। অথচ এ বয়সেই অনেক আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের বুট তুলে রাখার নজীর রয়েছে। কিন্তু আর কতো দিন খেলতে পারবেন লিওনেল মেসি? এ নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত-সমর্থকদের। তবে আর্জেন্টিনা ও বার্সেলোনায় দীর্ঘদিনের এক সঙ্গে কাটানো হ্যাভিয়ার মাসচেরানো মনে করেন, বয়স ব্যাপার না। একজন পরিপূর্ণ খেলোয়াড় হওয়ায় যতো দিন ইচ্ছা ততো দিন খেলতে পারবেন বলে মনে করেন এ আর্জেন্টাইন।
বার্সেলোনায় মেসির সঙ্গে আট মৌসুম খেলেছেন মাসচেরানো। এছাড়া জাতীয় দলের তাঁবুতেও দীর্ঘদিনের সতীর্থ ছিলেন তারা। তাই মেসি সম্পর্কে খুব ভালো করেই জানেন মাসচেরানো। সে অভিজ্ঞতা থেকেই সম্প্রতি আর্জেন্টাইন টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'লিও (মেসি) ততোদিনই খেলতে পারবে যতোদিন সে চাইবে। আপনাকে বুঝতে হবে লিওর খেলার ধরণ স্বতন্ত্র। অন্য কারোর মতো নয়। এ কারণেই সে পারবে। এর জন্য তাকে ফিটনেসের উপর কমই নির্ভর করতে হবে।'
মেসি তার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন স্ট্রাইকার হিসেবে। পরে উইঙ্গার হিসেবে খেলেও পাচ্ছেন দারুণ সাফল্য। সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিয়মিত গোলও করছেন। বর্তমানে তো বার্সেলোনার প্রাণভোমরা তিনিই। এ সকল ব্যাপারগুলো যুক্তি হিসেবে দ্বার করিয়েছেন মাসচেরানো, 'আমরা সবাই জানি (মাঠে) সে কি করতে পারে। সে মুক্ত থেকেই শেষ করে। ম্যাচ জিতিয়ে দেয়। এটা পাগলাটে। সে একজন পরিপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। কদিন আগেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারা ম্যাচে গোলের সবগুলো সম্ভাবনা সেই তৈরি করেছিল।'
ফুটবলে যেমন ৩০'য়ের পরে খেলা ছেড়ে দেওয়ার উদাহরণ রয়েছে। তেমনি ৪০'য়ের বেশি কিংবা কাছাকাছি সময় পর্যন্ত অনেকেই খেলেছেন। ইব্রাহিমোভিচ ৩৮ বছর বয়সেও খেলছেন দাপটের সঙ্গে। কদিন আগেই যোগ দিয়েছেন এসি মিলানে। এই মিলানে ৩৯ বছর বয়স পর্যন্ত সাবলীল ভাবেই খেলছেন ইনজাঘি। এএস রোমায় ফ্রান্সিস্কো টট্টিতো খেলেছেন ৪১ বছর পর্যন্ত। উদাহরণ রয়েছে আরও অনেক। এখন দেখার বিষয় কতোদিন পর্যন্ত খেলতে পারেন মেসি।
Comments