গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

মানিকগঞ্জের সাটুরিয়ার গুঁড়িয়ে দেওয়া হলো তমা ব্রিক্স ও মানিকগঞ্জ ব্রিক্স।
মানিকগঞ্জের সাটুরিয়ার গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা। ছবি: স্টার

মানিকগঞ্জের সাটুরিয়ার গুঁড়িয়ে দেওয়া হলো তমা ব্রিক্স ও মানিকগঞ্জ ব্রিক্স।

আজ (২৯ জানুয়ারি) বেলা ১২টার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাটুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ধানকোড়া ইউনিয়নের তমা ব্রিক্স ও মানিকগঞ্জ ব্রিক্স নামের দুইটি ইটভাটা গুঁড়িয়ে দেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সাটুরিয়া থানা পুলিশ।

দ্য ডেইলি স্টারকে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তারা এর আগে গত বছর ৪ ডিসেম্বর ভাটা দুটিতে অভিযান চালিয়ে আংশিক গুঁড়িয়ে দিয়েছিলেন।

ইটভাটা দুটি মানিকগঞ্জ কৃষি ইন্সটিটিউটের পাশে অবস্থিত। এর আগেও উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এখানে অভিযান চালায় এবং বন্ধ করার নির্দেশ দেয়। বন্ধ থাকার কিছুদিন পর আবার ভাটা চালু করে মালিকরা। এর প্রেক্ষিতে আজকের অভিযান পরিচালনা করা হলো।

Comments

The Daily Star  | English

Of Hilsa and its hunters

On the corner of a crowded and noisy floor, a bespectacled man was calling out bids for a basket of Hilsa fish. He repeated the prices quoted by traders in a loud, rhythmic tone: “1,400-1,420-1,450…”

13h ago