খেলা

নেইমার-এমবাপেদের 'বিদায়' বলে দিয়েছেন কাভানি

অনেক দিন থেকেই গুঞ্জন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন এদিসন কাভানি। সম্ভাব্য গন্তব্য অ্যাতলেতিকো মাদ্রিদকেই ধরা হচ্ছে। তাকে পেতে চাইছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডও। যদিও চুক্তি এখনও হয়নি কারো সঙ্গেই। তবে এর আগেই দলের সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়েছেন এ ফরোয়ার্ড। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এএস।
ছবি: এএফপি

অনেক দিন থেকেই গুঞ্জন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন এদিসন কাভানি। সম্ভাব্য গন্তব্য অ্যাতলেতিকো মাদ্রিদকেই ধরা হচ্ছে। তাকে পেতে চাইছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডও। যদিও চুক্তি এখনও হয়নি কারো সঙ্গেই। তবে এর আগেই দলের সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়েছেন এ ফরোয়ার্ড। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এএস।

পিএসজির সঙ্গে এখনও ছয় মাসের চুক্তি রয়েছে কাভানির। কিন্তু আগে ভাগেই দল ছাড়তে চাইছেন তিনি। এএসের সংবাদ অনুযায়ী, তার জন্য ২৫ মিলিয়ন ইউরো দাবি করছে ফরাসী ক্লাবটি। অ্যাতলেতিকো অবশ্য ১৫ মিলিয়ন ইউরো দিতে চাইছে। এ নিয়ে অনেক দিন থেকে দুই পক্ষের আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কিছুই হয়নি। তবে এই শীতেই যে পিএসজি ছাড়ছেন এমনটা সতীর্থদের জানিয়েছেন কাভানি। 

ইনজুরির কারণে মৌসুমের শুরুতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন কাভানি। তার জায়গায় ইন্টার মিলান থেকে ধারে খেলতে আসা মাউরো ইকার্দি দারুণ খেলছেন। ফলে একাদশে প্রথম পছন্দই বনে গেছেন এ আর্জেন্টাইন। তাই ফিট হওয়ার পরও সাইড বেঞ্চেই বেশি সময় কাটাতে হচ্ছে তাকে। পিএসজির আক্রমণ ভাগে এখন নিয়মিতই খেলছেন নেইমার, কিলিয়ান এমবাপে ও ইকার্দি। কাভানিকে নামতে হচ্ছে বদলী হিসেবেই। তাও নিয়মিত নয়।

সবমিলিয়ে চলতি মৌসুমে এখনই ২০টি ম্যাচ মিস করেছেন কাভানি। সবশেষ লিলের বিপক্ষে ম্যাচে তো সুযোগই হয়নি। তাই ক্লাবের প্রতি অনেকটাই মন উঠে গেছে তার। কিন্তু ক্লাবের অতিরিক্ত দাবির কারণে এখনও চুক্তি হওয়া সম্ভব হচ্ছে না। তবে চাইলে ছয় মাস পিএসজিতে কাটিয়ে আগামী গ্রীষ্মে বিনামূল্যেই নতুন কোন দলে যোগ দিতে পারবেন এ তারকা।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

1h ago