আটকে পড়া ১৪৮ জন ফিরেছেন লিবিয়া থেকে

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় আটকে পড়া ১৪৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের ফিরিয়ে আনার কাজ করেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবিয়া থেকে ফিরে আসা ১৪৮ বাংলাদেশি অভিবাসী। ছবি: আইওএম

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় আটকে পড়া ১৪৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের ফিরিয়ে আনার কাজ করেছে।

অভিবাসন সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্রপথে ইউরোপ যেতে ব্যর্থ, যুদ্ধে আহত এবং লিবিয়ার কারাগারে বন্দী ১৪৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশিদের নিয়ে গতকাল মঙ্গলবার একটি বিশেষ ফ্লাইট লিবিয়ার মিসারত বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে। উড়োজাহাজটি আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

দেশে পৌঁছার পর ঢাকায় তাদেরকে খাবার, স্বাস্থ্য স্ক্রিনিং, মানসিকসেবা এবং বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার জন্য নগদ অর্থ দিয়ে সাহায্য করে আইওএম।

ফেরত আসা ১৪৮ জনের মধ্যে আটজন অসুস্থ। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আইওএম। দীর্ঘমেয়াদে সহযোগিতার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করা হবে বলে জানান তারা।

আইওএম বাংলাদেশ এর চিফ অব মিশন গিওর্গি গিগাওরি বলেন, “লিবিয়ায় প্রতিকূল পরিস্থিতি অব্যাহত থাকায় আটকে পড়া বাংলাদেশিদের সুরক্ষা এবং সহায়তা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। পাশাপাশি দেশে ফেরার পর তারা যাতে দীর্ঘমেয়াদে পূর্ণ সহযোগিতা পায় সে বিষয়টিও আমরা নিশ্চিত করব।”

ভিএইচআর কর্মসূচির মাধ্যমে ঝুঁকিতে থাকা অভিবাসীদের প্রয়োজনীয় সুরক্ষা ও সহায়তা দিয়ে থাকে। ২০১৫ সাল থেকে এই কর্মসূচির মাধ্যমে ১,৪০০-এর বেশি বাংলাদেশি দেশে ফিরে এসেছেন বলে আইওএম এর বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments