নির্বাচন কমিশন নিজেদের যেন পোস্ট অফিস মনে করছে: সুজন

“নির্বাচন কমিশন নিজেদের যেন পোস্ট অফিস মনে করছে। চিঠি আসলে তা বিতরণ করা পোস্ট অফিসের কাজ। একইভাবে নির্বাচন কমিশনও মনে করে কোনো অন্যায় হলে তাদের কাছে অভিযোগ আসবে তারা ব্যবস্থা নিবে। তারা যে সাংবিধানিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন তার গুরুত্বই যেন অনুধাবন করতে পারছেন না।”

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এক মানববন্ধনে আজ এসব কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার।

নির্বাচনে সৎ, যোগ্য ও নিবেদিত প্রার্থীদের নির্বাচন করার আহ্বান জানিয়ে আজ (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সুজন।

বদিউল আলম মজুমদার বলেন, “আসন্ন ঢাকা সিটি নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা আগামী পাঁচ বছরের জন্য নগর পরিচালনা করবেন। আমাদের নিশ্চিত করতে হবে যে সৎ ও নিবেদিত প্রার্থীরা বিজয়ী হয়ে উঠবে।”

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার পরও নির্বাচন কমিশনের নীরব ভূমিকায় অনেক উদ্বেগ রয়েছে বলে তিনি জানান।

ইভিএম প্রসঙ্গে বদিউল আলম বলেন, “পেপার ব্যালটে ভোটারদের নিয়ম থাকে, বাক্সে ফেলা পর্যন্ত জানা যায়, কোথায় ভোট দিলেন। প্রার্থীর এজেন্ট, গণমাধ্যম, পর্যবেক্ষক সঠিক দায়িত্ব পালন করলে ভোট গণনা সঠিক হয়। পেপার ব্যালটে অনিয়ম হলে বের করা যায়। কিন্তু ইভিএমের বেলায় তা সম্ভব নয়।”

সুজন এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে সরকারকে আহবান জানান। যেকোনো মূল্যে বিজয়ী হওয়ার মনোভাব পরিত্যাগ করার আহবান জানিয়ে রাজনৈতিক দলগুলির উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনকে একটি প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করুন।”

মানবন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি এড. রাশিদা আক্তার শেলী, কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না প্রমুখ।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

17h ago