চালের দাম নিয়ন্ত্রণে ৭ কমিটি
বাজারে চালের দাম নিয়ন্ত্রণে সরকার সাতটি বিশেষ পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে।
আজ (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে ইচ্ছামতো চালের দাম বাড়ানো বন্ধ করতে খাদ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে আজ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্য মন্ত্রণালয়ের অধীনে চারটি এবং খাদ্য অধিদপ্তরের অধীনে তিনটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে যাতে বাজারে খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি ঠেকানো যায়। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষদেরকে সহযোগিতা করা সম্ভব হবে, বাজারমূল্য স্থিতিশীল রাখা যাবে এবং কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কমিটিগুলি ঢাকা মহানগরীর পাইকারি বাজার পরিদর্শন করবে এবং বাজারে চাল ও ময়দার দাম পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে নিয়মিতভাবে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে কমিটিগুলি।
বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে গত বছরের ১ ডিসেম্বর সরকার একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করে এবং একটি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করে। নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক সক্রিয় থাকবে এবং যে কেউ কন্ট্রোল রুমের নির্ধারিত ০২-৯৫৪০০২৭ এবং ০১৬৪২৯৬৭৭২৭ নম্বরে ডায়াল করে অভিযোগ করতে পারে, বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে।
Comments