৬০০০ ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা
চীন থেকে ছড়ানো নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০০৩ সালের সার্সকেও ছাড়িয়ে গেছে। বিশ্বের অনেক দেশ ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।
সিএনএন-এর খবরে বলা হয়, এ ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩২ জন। চীনের মূল ভূখণ্ডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে ৬ হাজার ৬১ জন। এছাড়াও বিশ্বের প্রায় ১৮টি দেশে ৯১ জন এ ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে সিএনএন।
করোনা ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহানসহ বেশ কয়েকটি প্রদেশের যোগাযোগব্যবস্থা আংশিক বা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। প্রায় ছয় কোটি মানুষ এ অঞ্চলগুলোতে অবস্থান করছে বলে জানান চীনা কর্মকর্তারা। করোনাভাইরাসে যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে আক্রান্ত রোগীদের জন্য এক সপ্তাহে উহানে নতুন হাসপাতাল তৈরি করছে দেশটি।
সর্দি কাশি থেকে বাঁচতে যে ধরনের পদক্ষেপ নেয়া হয়ে থাকে করোনাভাইরাস থেকে বাঁচতে একইরকম সতর্কতা অনুসরণ করতে হবে। দূরত্ব বজায় রাখা, হাঁচি/কাশির সময় মুখ ঢেকে রাখা এবং যেখানে সেখানে থুথু ফেলা যাবে না। এছাড়াও, বার বার প্রয়োজন মতো সাবান পানি দিয়ে হাত ধুতে হবে।
Comments