কর্মচারী সমিতির নির্বাচনী প্রচারণায় বিরক্ত বারডেমের রোগীরা
বারডেমের কর্মচারী সমিতি নির্বাচনের প্রার্থী এবং তাদের সমর্থকরা হাসপাতাল চত্বরে প্রচারণা চালাতে গিয়ে রোগীদের বিরক্ত করে দৈনন্দিন চিকিৎসা কার্যক্রম ব্যাহত করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, প্রার্থী-সমর্থকরা হাসপাতাল চত্বরে উচ্চস্বরে স্লোগান এবং বাদ্যযন্ত্র বাজিয়ে শোরগোল তৈরি করছেন।
প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর সময় তারা হাসপাতালের প্রবেশপথ আটকে ফেলেন। এর ফলে, অ্যাম্বুলেন্স এবং রোগী বহনকারী অন্যান্য যানবাহন বাধার মুখে পড়ে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা দুজন রোগী বলেন, “এটা খুবই বিরক্তিকর।”
দ্য ডেইলি স্টারের সাথে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিন এরকম প্রচারণা চালানো হবে।
৩৩ সদস্যের দুটি প্যানেল দ্বিবার্ষিক এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ বিষয়ে মতামত জানতে চাইলে বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ জানান, কারা হাসপাতাল চত্বরে শোরগোল করছে খোঁজ নিয়ে জানতে হবে।
হাসপাতালটির আরেকজন কর্মকর্তা বলেন, “নির্বাচনের প্রার্থীদেরকে এবং তাদের সমর্থকদের শব্দ করা এবং রোগী প্রবেশপথে বাধা দেওয়া থেকে আমরা বিরত রাখার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কথা শোনেনি।”
Comments