জারাগোজাকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল

এই জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ।
real madrid
ছবি: এএফপি

প্রত্যাশিত জয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ আটে নাম লেখানোর পথে রিয়াল জারাগোজাকে তাদের মাঠেই গুঁড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে রিয়াল জিতেছে ৪-০ গোলে। স্পেনের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তরে খেলা জারাগোজার বিপক্ষে জালের ঠিকানা খুঁজে নেন রাফায়েল ভারানে, লুকাস ভাজকেজ, ভিনিসিয়ুস জুনিয়র ও করিম বেনজেমা।

প্রতিপক্ষের মাঠে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল এগিয়ে যেতে সময় নেয় মাত্র ছয় মিনিট। ডান প্রান্ত থেকে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের নিচু ক্রসে লক্ষ্যভেদ করেন ফরাসি ডিফেন্ডার ভারানে। ৩২তম মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলের কারিগরও ক্রুস। তার পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নেওয়ার পর ডান পায়ের শটে জারাগোজার জাল কাঁপান স্প্যানিশ উইঙ্গার ভাজকেজ।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া লস ব্লাঙ্কোসরা দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আদায় করে নেয়। ৭২তম মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড হামেস রদ্রিগেজের বুদ্ধিদীপ্ত পাসে ডি-বক্সের ভেতর থেকে স্বাগতিকদের জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস।

৮০তম মিনিটে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন বদলি নামা করিম বেনজেমা। স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহালের ক্রসে গোলপোস্টের খুব কাছ থেকে বাম পায়ের টোকায় স্কোরলাইন ৪-০ করেন এই ফরাসি স্ট্রাইকার।

এই জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ।

Comments