১২৭ বছরের ইতিহাসে এমন স্বাদ পায়নি লিভারপুল

সবমিলিয়ে টানা ৪১ লিগ ম্যাচে অপরাজিত রয়েছে লিভারপুল।
mohamed salah
ছবি: এএফপি

ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে জিতে অনন্য এক কীর্তি গড়েছে ইংলিশ পরাশক্তি লিভারপুল। নিজেদের ১২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের সর্বোচ্চ স্তরের সবকটি প্রতিপক্ষকে ন্যূনতম একবার করে হারানোর স্বাদ নিয়েছে তারা।

কোনো নির্দিষ্ট মৌসুমে লিগের প্রতিটি দলকে হারানোর কীর্তি আগেও দুবার গড়েছিল লিভারপুল। তবে শীর্ষে লিগে নয়, তখন তারা খেলত দ্বিতীয় বিভাগে। প্রথম নজিরটি ১৮৯৩-৯৪ মৌসুমের। সেবার লিগের অন্য ১৪ দলকেই কমপক্ষে একবার করে হারিয়েছিল তারা। পরের নজিরটি ১২৫ বছর আগের। ১৮৯৫-৯৬ মৌসুমের লিগে খেলেছিল ১৬ দল। অলরেডরা বাকি ১৫ ক্লাবের বিপক্ষেই অন্তত একবার করে জিতেছিল।

বুধবার রাতে ওয়েস্টহ্যামের মাঠে ২-০ গোলে জিতেছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলের হয়ে লক্ষ্যভেদ করেন মোহামেদ সালাহ ও অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন। প্রথমার্ধে ম্যাচের ৩৫তম মিনিটে মিশরীয় ফরোয়ার্ড সালাহর সফল স্পট-কিকে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে সালাহর রক্ষণচেরা পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ফরোয়ার্ড অক্সলেড-চেম্বারলেইন।

ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান ২০১৯-২০ মৌসুমের সব প্রতিপক্ষকে (১৯টি ক্লাব) হারানোর চক্র পূরণ করেছে লিভারপুল। এই কীর্তি গড়তে মাত্র ২৪ ম্যাচ খেলতে হয়েছে তাদের! হ্যামারদের বিপক্ষে জয়ে লিগের শীর্ষে থাকা দলটির অর্জন বেড়ে হয়েছে ৭০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে আছে তারা। সিটিজেনদের সংগ্রহ ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট।

১৯৮৯-৯০ মৌসুমের পর ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরের শিরোপা আর জিততে পারেনি লিভারপুল। অর্থাৎ প্রিমিয়ার লিগ যুগে শিরোপা এখনও অধরা রয়ে গেছে তাদের। ৩০ বছরের আক্ষেপ ঘোচাতে এবার অবশ্য তারা এগিয়ে চলেছে অদম্য গতিতে। লিগে সবমিলিয়ে টানা ৪১ ম্যাচে অপরাজিত রয়েছে লিভারপুল।

Comments

The Daily Star  | English
Tofazzal beaten to death at DU

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

1h ago