পিস্তলের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

গোপালগঞ্জে চায়ের দোকানে বসা ও কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

গোপালগঞ্জে চায়ের দোকানে বসা ও কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

আজ (৩০ জানুয়ারি) সকাল নয়টার দিকে গোপালগঞ্জের বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম রনি শেখ (১৬)। তার বাবার নাম আনোয়ার শেখ।

গোপালগঞ্জ সদরের ওসি মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেছেন, “সকালে চায়ের দোকানে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। সেসময় আজিজুর শেখ তার নিবন্ধিত পিস্তল দিয়ে গুলি চালালে একজন নিহত হন। আজিজুর শেখ কড়পাড়ার সাবেক ইউপি সদস্য।”

নিহত স্কুলছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্যে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, আহতদের সেখানে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

1h ago