গোপীবাগে নির্বাচনী সংঘর্ষ

ইশরাকের পিএস আরিফুল গ্রেপ্তার

রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ মামলায় সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগ।
ছবি: সংগৃহীত

রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ মামলায় সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগ।

আজ (৩০ জানুয়ারি) ভোররাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সেসময় তার কাছ থেকে ১টি .২২ বোরের বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনের এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

তিনি জানিয়েছেন, ছাত্রদলের সাবেক নেতা আরিফুল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাকের পিএস।

তিনি বলেন, “গত ২৬ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও ছায়া তদন্ত শুরু করে।”

তার মতে, তদন্তে স্থানীয় সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমের প্রতিবেদনের পাশাপাশি ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংগ্রহ করা হয়। সেগুলো যাচাই করে আরিফুল ইসলামকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আরিফুল সেসময় গুলি করার কথা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে বলেও জানিয়েছেন আব্দুল বাতেন।

Comments