আল-আকসা মসজিদ প্রাঙ্গণ বন্ধ করে দিয়েছে ইসরাইল

ইসরাইল দখলদারী বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং পূর্ব জেরুজালেম এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘শান্তি পরিকল্পনা’ ঘোষণার পর থেকে শহরটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
Al Aqsa
আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স ফাইল ফটো

ইসরাইল দখলদারী বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং পূর্ব জেরুজালেম এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘শান্তি পরিকল্পনা’ ঘোষণার পর থেকে শহরটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেরুজালেমের ইসলামিক এনডাওমেন্টস ডিপার্টমেন্টের (ওয়াকফ) সূত্র জানিয়েছে, ইসরাইল কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সব দরজা বন্ধ করে দিয়েছে এবং সেখানে কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দখলকার ইসরাইলি বাহিনী সেই কম্পাউন্ড থেকে দুই ফিলিস্তিনি তরুণকে আটক করে আল-সিলসিলা থানায় নিয়ে গেছে। আল-আকসা কম্পাউন্ডে তাদের ব্যাপক মারধর করেছে ইসরাইলি পুলিশ।

জেরুজালেমে ইসরাইলি কর্তৃপক্ষের অভিযান, মসজিদ বন্ধ এবং ফিলিস্তিনিদের গ্রেপ্তার খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মুসল্লিদের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ দিন দিন কঠিন হয়ে উঠছে।

গত সপ্তাহে দখলকারী বাহিনী আল-আকসা মসজিদে অভিযান চালিয়ে চার মুসল্লিকে গ্রেপ্তার এবং মসজিদের ইমামকে নিষিদ্ধ করেছিলো।

Comments