পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীতে নিহত ২

রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। নিহত নাজমুল ও শাহীন ছিনতাইকারী দাবি পুলিশের।
বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ডুমনি এলাকার তিনশ ফিট রাস্তা এবং সার্ভিস রোডের মাঝে এই বন্দুকযুদ্ধ হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বন্দুকযুদ্ধে নিহত দুইজন ছিনতাইসহ চারটি খুনের ঘটনার সঙ্গে জড়িত।
তাদের নামে খিলক্ষেত থানায় দুটি এবং ভাটারা ও হাতিরঝিল থানায় একটি করে মামলা আছে, যোগ করেন তিনি।
ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, বুধবার গাজীপুর থেকে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। দলের অন্যান্যদের ধরতে তার দেয়া তথ্যে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
তিনি জানান, নাজমুল ও শাহীন রাতে সিএনজি অটোরিকশা নিয়ে তিনশ ফিট রাস্তায় অবস্থান করছিলেন। পুলিশ আসার খবরে তারা পালাতে চেষ্টা করলে ডুমনি চেকপোস্টে তাদের থামার সংকেত দেয়া হয়। কিন্তু, তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ নাজমুল ও শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন বিপ্লব বিজয় তালুকদার।
ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Comments