ভোটের দিন ঢাকাবাসীকে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ র্যাবের
ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের দিন নগরবাসীকে ছবিযুক্ত আইডি কার্ড সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
র্যাবের মহাপরিচালক আজ রাজধানীর কারওয়ান বাজারে বাহিনীর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলেন, “অনেক প্রার্থীর আত্মীয়স্বজন অন্য জায়গা থেকে ঢাকায় এসে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব এখন আপনারা ঢাকা ছাড়বেন।”
অপ্রয়োজনে এসময় ঢাকায় না আসারও পরামর্শ দেন তিনি।
কেউ ঢাকা না ছাড়লে র্যাব ব্যবস্থা নেবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, কাউকে কারাগারে পাঠানো র্যাবের উদ্দেশ্য না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাই নিশ্চিত করবে।
বেনজীর জানান, জরুরি প্রয়োজন, চিকিৎসা, চাকরির সাক্ষাৎকার বা বিদেশ যাত্রার জন্য বাসা থেকে বের হতে কোনো সমস্যা নেই।
নির্বাচনে র্যাব সদস্যরা কোথায়, কীভাবে দায়িত্ব পালন করবে সে সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়।
নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ঢাকায় র্যাবের পাঁচটি ব্যাটালিয়নই আজ থেকে মাঠে থাকছে। এছাড়াও নির্বাচনে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। নির্বাচনের পরদিন পর্যন্ত তাদের কার্যক্রম চলবে বলে জানান র্যাবের মহাপরিচালক।
তিনি জানান, এছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা এবং প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। র্যাব সদস্যরা ভোটকেন্দ্র এবং আশেপাশের এলাকায় বিশেষ নজরদারি রাখবেন। পাশাপাশি ১২৯টি ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় থাকবে। কেউ গোলযোগের চেষ্টা করলে র্যাব তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
Comments