শ্রীলঙ্কার ঘাড়ে বড় রানের বোঝা চাপাচ্ছে জিম্বাবুয়ে
বৃষ্টি বাধায় দিনের বড় একটা অংশে খেলাই হয়নি। যেটুকু খেলা হয়েছে তাতেই শ্রীলঙ্কার উপর বিশাল রানের বোঝা নিশ্চিত করে ফেলেছে জিম্বাবুয়ে।
হারারে টেস্টের চতুর্থ দিনে খেলা হয়েছে ৫৪ ওভার। তাতে আগের দিনের ১ উইকেটে ৬২ রানের সঙ্গে ৬ উইকেটে আরও ১৭৯ রান যোগ করেছে জিম্বাবুয়ে। হাতে ৩ উইকেট নিয়ে তাদের লিড এখন ৩৫৪ রানের।
সকাল থেকেই বাজে আবহাওয়ায় শঙ্কায় পড়ে দিনের খেলা। জিম্বাবুয়ে ১ উইকেটে ৬২ নিয়ে নেমে দ্রুতই হারায় আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রেজিস চাকাভা আর প্রিন্স মাউবাউরেকে।
তবে ব্র্যান্ডন টেইলর নেমে পরিস্থিতি বুঝে চালাতে থাকেন ব্যাট। দ্রুত রান বাড়িয়ে লিড বড় হয় তার ব্যাটেই। ৭৫ বলে ৮ চার , ১ ছক্কায় ৬৭ রান করেন তিনি।
এরপর সিকান্দার রাজা আর শেন উইলিয়ামস গড়েন ৭০ রানের জুটি। ৩৪ করে রাজা এলবিডব্লিও হয়ে ফিরে গেলেও ৪৭ রানে টিকে আছেন উইলিয়ামস। শেষ দিনেও আছে বৃষ্টির শঙ্কা। হারারে টেস্ট তাই দুটি সম্ভাব্য ফলের পথে। হয় জিম্বাবুয়ে জিতবে, নয়তো ড্র। শ্রীলঙ্কার দিকে ম্যাচ যাওয়া প্রায় অসম্ভব এখন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৪০৬
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৯৩
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: (আগের দিন ৬২/১) ৭৪.৫ ওভারে ২৪১/৭ (মাসভাউরে ৩৫, আরভিন ১৩, চাকাভা ১৫, টেইলর ৬৭, মারুমা ০, রাজা ৩৪, উইলিয়ামস ৪৭*, মুতুমবদজি ৮; লাকমল ১/২৮, ধনাঞ্জয়া ০/৩২, বিশ্ব ২/৪৩, কুমারা ১/৩৮, এম্বুলদেনিয়া ২/৮১)
Comments