অসুস্থ হয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (৩১ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের বলেছেন, “আজ সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে বৈঠক চলছিল। সেসময় ঠাণ্ডাজনিত সমস্যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

হাসপাতালের এক চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, “চিকিৎসকরা চেক আপ করেছেন। ব্লাড প্রেসারসহ অন্যান্য রিপোর্ট ভালো এসেছে।”

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। সেসময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি করা হয়।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago