ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রামে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
আজ বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, কোটচাঁদপুর উপজেলার নলিকুণ্ডু গ্রামের জয়নুল আবেদিনের ছেলে সাব্বির হোসেন (১৮), চুয়াডাঙ্গার জীবননগরের মো. রফিক মণ্ডলের ছেলে রাজু আহমেদ (২০) ও একই এলাকার মো. নজরুল হোসাইন ওরফে নজু (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলী খান জানিয়েছেন, মোটরসাইকেলে করে বরযাত্রী হিসেবে উপজেলার বাবলা গ্রামের দিকে যাচ্ছিলেন ওই তিন আরোহী। সেসময় জাগুসা গ্রামে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিন আরোহী আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি।
Comments