ফাইনালে টিমকে পেলেন জোকোভিচ
কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালকে থামিয়েছিলেন ডমিনিক টিম। ফাইনালের দৌড়ে তিনিই ছিলেন ফেবারিট। যদিও ম্যাচের শুরুটা প্রত্যাশামতো হয়নি। প্রথম সেট হেরে যান। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষপর্যন্ত ফাইনালের টিকেট কাটেন এ অস্ট্রিয়ান তরুণই। ফলে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শিরোপা লড়াইয়ে এটিপি র্যাংকিংয়ের ৫ নম্বর তারকাকে পেলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
শুক্রবার (৩১ জানুয়ারি) সেমিফাইনালে রড লেভার অ্যারেনায় আলেকজান্ডার জেভরেভের সঙ্গে চার ঘণ্টার লড়াই হয় টিমের সঙ্গে। শেষ পর্যন্ত এটিপি র্যাংকিংয়ের ৭ নম্বর তারকা জেভরেভকে ৩-৬, ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে ফাইনালে পৌঁছান টিম।
দারুণ লড়াই শেষে জয়ের পর টিম বলেন, 'এটা সত্যি পাগলাটে একটি ম্যাচ ছিল। দুটি টাই-ব্রেকার, অনেক কঠিন, অনেক ক্লোজ। তাকে (জেভরেভ) হারানো অনেকটা অসম্ভব ছিল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলতে পারাটা আমার জন্য স্বপ্নের মতোই। মৌসুমের শুরুটা আমার জন্য সত্যিই দুর্দান্ত।'
এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্লামের উঠলেন টিম। আগের দুইটিও ছিল অবশ্য ফ্রেঞ্চ ওপেনে। স্বাভাবিকভাবেই সে দুইবার ফাইনালে ক্লে কোর্টের রাজা নাদালের কাছে হেরে যান তিনি। তবে এবার সেই নাদালকে কোয়ার্টার ফাইনালেই হারিয়েছেন এ তরুণ। ফাইনালে এবার তার প্রতিপক্ষ জোকোভিচ।
আগামী রোববার মেলবোর্ন পার্কে শিরোপার লড়াইয়ে ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের মুখোমুখি হবেন টিম। সেমি-ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে ফাইনালে ওঠেন জোকোভিচ।
Comments