তাপসকে আমি ভোট দিলাম: প্রধানমন্ত্রী
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। সিটি কলেজের ভোটকেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সিটি কলেজ ভোটকেন্দ্রে প্রথম ভোট দিয়ে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাংবাদিকদের বলেছেন, “আমার ভোট আমি দেবো, যাকে আমার পছন্দ তাকে দিবো। এই নিয়মেই চলবে এবং সেভাবেই ভোট হবে।”
সেসময় তিনি আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় প্রত্যাশা করে বলেছেন, “আমি অবশ্য ভোটার হচ্ছি আমাদের ফজলে নূর তাপসের (নির্বাচনী এলাকায়)। তাপসকে আমি ভোট দিলাম। আর উত্তরে আমাদের আতিক। সে আমাদের প্রার্থী। আমি আশা করি সেও জয়যুক্ত হবে। ইনশাআল্লাহ, আমরা জয়ী হয়ে ঢাকা শহরবাসীর জন্য পরিচ্ছন্ন, উন্নত একটা শহর গড়ে তুলবো।”
প্রধানমন্ত্রী ইভিএমে ভোট দেওয়া অত্যন্ত সহজ এবং সময় বাঁচায় বলে উল্লেখ করেন। তিনি বলেছেন, “আমি মনে করি পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে এই ডিজিটাল পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারবে আমাদের নির্বাচন কমিশন। যাতে দেশের মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত হয়। কেউ যেনো কারো ভোট কেড়ে নিতে না পারে।”
Comments