অভিযোগ এসেছে এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না: বিএনপির মেয়র প্রার্থী ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন যে কয়েক জায়গা থেকে অভিযোগ এসেছে তার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। সে অভিযোগ তিনি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন।
আজ (১ ফেব্রুয়ারি) সকালে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
ইশরাক আরও বলেছেন, “জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছি। এখন আমি বাসায় ফিরবো না। কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো। কোনও কিছুই আমাকে আটকাতে পারবে না।”
“আজ আমি সব মোকাবেলা করতে প্রস্তুত। আমি একটুও ছাড় দেবো না,” যোগ করেন বিএনপি প্রার্থী।
সেসময় তিনি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান।
Comments