ভোট দিয়ে যা বললেন আতিক, তাবিথ
ঢাকা সিটি নির্বাচনে ভোট দিয়েছেন উত্তরের ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এবং বিরোধী বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল।
নিজ নিজ ভোট কেন্দ্রে প্রথম ভোট দিয়ে বের হয়ে তারা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।
গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তাবিথ আওয়াল বলেছেন, “আমাদের মনোবল এখনও শক্ত আছে। আমাদের শক্তি হচ্ছে জনগণ। জনগণের শক্তি নিয়েই আমরা আজকে মোকাবেলা করবো।”
নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ নির্বাচন কমিশনের কাছে নিয়মিতভাবে তারা তুলে ধরছেন জানিয়ে তাবিথ বলেছেন, “নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট থাকার কথা প্রত্যেকটা এলাকাতে। আমি এই স্কুলে কোনো ম্যাজিস্ট্রেট পাইনি।”
নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সংশয়ের কথা জানিয়ে তিনি আরও বলেছেন, “একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা হয়তো যাচ্ছি না।”
আতিকুল ইসলাম ভোট দিয়েছেন উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
তিনি বলেছেন, “আমি সবাইকে অনুরোধ করবো যে সকাল সকাল সবাই আসেন। সবার ভোটটা যেনো আমরা নির্বিঘ্নে দিতে পারি।”
পরিবার, দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন জানিয়ে আতিক বলেছেন, “আপনারা দেখেছেন আমি সকালে বাসা থেকে হেঁটে হেঁটে সবাইকে নিয়ে এখানে এসেছি।”
ফলাফল বিপক্ষে গেলেও মেনে নেবেন কী না তা জানতে চাওয়া হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানিয়ে আতিক বলেন, “আমি বিজিএমইয়ের সভাপতি ছিলাম। বিজিএমইএতে অনেকবার নির্বাচন করেছি। এখানে হার-জিত আছেই। একটা নির্বাচনে দুটো পক্ষ থাকে। নির্বাচনের পরে সবপক্ষ মিলেই আমরা এক সঙ্গে কাজ করতে চাই।”
আরও পড়ুন:
Comments