বিএনপির এজেন্ট দেওয়ার সাংগঠনিক শক্তি নেই: তাপস
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/feature/images/taposh-2.jpg)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগের সাংগঠনিক শক্তি বিএনপির নেই। তারা এখন আওয়ামী লীগকে দোষারোপ করছে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ডাক্তার মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেওয়ার পরে তিনি এ কথা বলেন।
নিজের ভোটদানের অভিজ্ঞতা বর্ণনা করে তাপস বলেন, “ইভিএমে ভোট দেওয়া খুব সহজ।”
তিনি জানান, এখন পর্যন্ত কোনও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।
তিনি আরও বলেছেন, “নির্বাচনে হার-জিত থাকতে পারে, রেজাল্ট যাই হোক তা আমি মনে নেবো। তবে আমি আশা করি ঢাকাবাসী আমাকে নিরাশ করবে না।”
Comments