বিএনপির পোলিং এজেন্টদের গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না: তাবিথ আওয়াল

বিএনপির পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল।
বেশকিছু ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট দেখা যায়নি। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, বিএনপির পোলিং এজেন্ট আসেনি। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বিএনপির পোলিং এজেন্টদের গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। পোলিং এজেন্ট না থাকার এটাই প্রধান কারণ।”
“আমি যেসব কেন্দ্রে যাচ্ছি সেখানে গিয়ে গেটে পোলিং এজেন্টদের দেখছি। তারা বলছে, আমরা সকাল থেকে গেটে দাঁড়িয়ে আছি। আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি কালাচাঁদপুর, বনশ্রী, উত্তরার বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। আমার সঙ্গে এজেন্টরা কেন্দ্রে ঢুকতে পেরেছে। আমি গেলে এজেন্ট ঢুকতে পারবে, না গেলে এজেন্ট ঢুকতে পারবে না, এভাবে তো নির্বাচন হয় না,” যোগ করেন তিনি।
ভোটার উপস্থিতি বিষয়ে তাবিথ আওয়াল বলেন, “সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে। ভোট দিতেও অনেক বেশি সময় লেগে যাচ্ছে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে যে পরিবেশ থাকা দরকার তা নেই।”
Comments