পোলিং এজেন্টদের কেন্দ্রে থাকার সক্ষমতা থাকা উচিত: সিইসি
পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে অবস্থান করার সক্ষমতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ (১ ফেব্রুয়ারি) সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি নূরুল হুদা বলেন, ভোটের পরিবেশ অনেক ভালো। ভোটারদের উপস্থিতি একটু কম। পরে হয়তো উপস্থিতি বাড়বে।
ইভিএম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা ইভিএমে ইতিবাচক সাড়া পেয়েছি।”
ভোটারদের উপস্থিতি কম হওয়ার মানে কি নির্বাচন কমিশন ভোটারদের আস্থা অর্জন করতে পারেনি- এমন প্রশ্নের উত্তরে নূরুল হুদা বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। সুষ্ঠু পরিবেশ তৈরি করেছি। এখন ভোটার উপস্থিতি কম হলেও পরে বাড়বে বলে আশা করছি।
বিএনপির এজেন্ট প্রসঙ্গে তিনি বলেন, “পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে অবস্থান করার সক্ষমতা থাকা উচিত।”
বেশকিছু জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে, আপনারা কি এমন নির্বাচন চেয়েছিলেন? প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, “না, আমরা এমন নির্বাচন চাইনি।”
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। কোনো ভোটারকে কেন্দ্রে আনা নয়।”
Comments