এজেন্টের পর আ. লীগের নেতাকর্মীরা ভোটারদেরকেও কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না: ইশরাক
“আমাদের এজেন্টদের তো বের করে দেওয়াই হয়েছে, এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদেরকেও কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না,” বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
আজ দুপুর পৌনে ১টার দিকে তিনি টেলিফোনে ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গেন্ডারিয়ার কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে দেখি আমার এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। আমি তাদের কয়েকজনকে নিয়ে আবার কেন্দ্রের ভেতরে যাই।”
“আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার এজেন্টকে তো বের করে দিয়েছেই, এখন তারা ভোটরদেরকেও ভোট দিতে দিচ্ছে না। আমি কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখি দীর্ঘ লাইন। ভোটাররা অভিযোগ করেছেন যে তাদেরকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।”
তিনি আরও বলেন, “কয়েকজন ভোটার বলেছেন, তাদের ভোট প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নির্বাচন কর্মকর্তারা তাদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।”
“যেহেতু আমার এজেন্টদের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বের করে দিয়েছে, তাই তারা ভোটারদের ঠিক মতো ভোট দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারছে না,” যোগ করেন ইশরাক।
Comments