আ. লীগের পোলিং এজেন্টরা ভোট দিতে দেয়নি
রাজধানীর দুটি কেন্দ্রে ভোট দেওয়ার সময় আওয়ামী লীগের পোলিং এজেন্টরা বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন নারী ভোটার।
আজ সকালে কলাবাগান এলাকার খাঁন হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং আদাবর এলাকায় কিডস ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র থেকে এসব অভিযোগ পাওয়া যায়।
সকালে খাঁন হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান নার্গিস সুলতানা। দ্য ডেইলি স্টারকে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের তিনজন পোলিং এজেন্টরা তার আঙ্গুলের ছাপ নিয়েছেন কিন্তু পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেননি।
আদাবরের কিডস ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দিতে যান আরেকজন নারী ভোটার। নাম গোপন রাখার শর্তে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “তারা (আওয়ামী লীগের পোলিং এজেন্টরা) আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, দেখিয়ে দিতে চেয়েছিলেন কিভাবে ইভিএমে ভোট দিতে হয়। আমি একজন প্রার্থীকে ভোট দেওয়ার পরে মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর তারা ইভিএমের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। মেশিন চালু করার পরে তারা আর আমাকে ভোট দেওয়ার সুযোগ দেননি।”
তিনি দাবি করেন, পোলিং এজেন্টদের কাছে ভোট দেওয়ার সুযোগ চাইলে তারা তাকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন।
এসব কেন্দ্রে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলের পোলিং এজেন্ট দেখা যায় নি। এ প্রসঙ্গে খাঁন হাসান আদর্শ হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহিদুল ইসলাম জানান, তিনিও বিএনপির কোনো এজেন্ট দেখেননি।
Comments