ভোট দিয়েছেন তৃতীয় লিঙ্গের রানী, টিয়া ও খোঁপা
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে পেরে গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন।
আজ রাজধানীর আদাবরের একটি কেন্দ্রে ভোটদানের পর দ্য ডেইলি স্টারের কাছে তারা এ কথা বলেন।
রানী, টিয়া ও খোঁপা বলেন, “কাউন্সিলর প্রার্থীরা আমাদের ক্যাম্পে এসে ভোট দিতে বলে গেছেন। তাই আমরা ভোট দিতে এসেছি।”
“ভোট দিতে পেরে আমরা গর্বিত। নিজেদের সত্যিকারের নাগরিক বলে মনে হচ্ছে”, বলেন তারা।
তারা আরও বলেন, “আমাদের মনে হচ্ছে, আমরা যেনো এ সমাজেরই পরিপূর্ণ মানুষ। এভাবেই আমরা পূর্ণ সামাজিক মর্যাদা নিয়ে চলতে চাই।”
Comments