মানুষের ভোটাধিকার চুরি করতে ইভিএম ব্যবহার করা হচ্ছে: সিপিবি মেয়র প্রার্থী

মানুষের ভোটাধিকার চুরি করতে ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মেয়র প্রার্থী আহমদ সাজেদুল হক রুবেল।
EVM experience
ইভিএম জটিলতা নিয়ে অভিযোগ করেছেন অনেক ভোটার। ১ ফেব্রুয়ারি ২০২০। ছবি: স্টার

মানুষের ভোটাধিকার চুরি করতে ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মেয়র প্রার্থী আহমদ সাজেদুল হক রুবেল।

মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে সিপিবি মেয়র প্রার্থী এমন মন্তব্য করেন।

ইভিএমকে ‘ডিজিটাল ভোট কারচুপির মেশিন’ হিসেবে অভিহিত করে তিনি আরও বলেন, “মানুষের ভোটাধিকার চুরি করতে ইভিএম ব্যবহার করা হচ্ছে।”

তার অভিযোগ, “ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে বিভিন্নস্থানে বোমা ফাটানো হয়েছে।”

তিনি বলেন, “ঢাকার বিভিন্নস্থানে বোমা ফাটানোর ঘটনা ঘটেছে। যাতে ভোটাররা ভোটকেন্দ্রে না আসতে পারে। ইচ্ছাকৃতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।”

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago