শীর্ষ খবর

১৬৮৬ ভোটের মধ্যে পড়েছে ১০০টি

ভোটগ্রহণের শেষ সময়ে এসেও ভোটাররা কেন্দ্রমুখী হননি। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে ক্ষমতাসীন দলের প্রার্থীদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি দেখেছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টাররা। নির্বাচন কর্মকর্তাদের আশা ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা কেন্দ্রমুখী হবেন। কিন্তু শেষ বেলায় এসেও মিরপুরের সেনাপাড়া আদর্শ হাইস্কুল কেন্দ্রে উল্লেখযোগ্য ভোট পড়েনি।
মিরপুরের সেনাপাড়া আদর্শ হাইস্কুল কেন্দ্রে শেষ বেলায় এসেও নেই ভোটার। ছবি: স্টার

ভোটগ্রহণের শেষ সময়ে এসেও ভোটাররা কেন্দ্রমুখী হননি। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে ক্ষমতাসীন দলের প্রার্থীদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি দেখেছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টাররা। নির্বাচন কর্মকর্তাদের আশা ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা কেন্দ্রমুখী হবেন। কিন্তু শেষ বেলায় এসেও মিরপুরের সেনাপাড়া আদর্শ হাইস্কুল কেন্দ্রে উল্লেখযোগ্য ভোট পড়েনি।

ভোট শেষ হওয়ার যখন আর এক ঘণ্টারও কম সময় বাকি তখন ১৪ নম্বর ওয়ার্ডের ৪৯৮ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে মোটে ১০০টি। অথচ এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬৮৬ জন। বিকেল সোয়া তিনটার দিকে দেখা যায়, ভোটকেন্দ্রটি পুরো ফাঁকা।

এই কেন্দ্রে সকাল থেকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় ভোট পড়ার তথ্য সংগ্রহ করেছে দ্য ডেইলি স্টার। সকালে প্রথম ঘণ্টায় এখানে মোট ভোট পড়েছে ৩টি। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছিল ১৮টি।

Comments

The Daily Star  | English
Bangladesh Public Administration Ministry's Logo

2 deputy commissioners among 3 transferred ahead of polls

The Ministry of Public Administration today announced transfers of at least three government officials, including two deputy commissioners, ahead of the upcoming national parliamentary election

3h ago