‘দুই মিনিট সময় দিলাম, চইল্যা না গেলে...’

বাড্ডা হাইস্কুলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্কুল মাঠের এক কোণায় সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলাম। বেশ কয়েকজন ভোটার সামনে দিয়ে যাওয়া-আসা করছিলেন। এমন সময় দুজন ব্যক্তি সামনে এসে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাস করলেন, “আপনারা কি সংবাদকর্মী?”
Mosharraf Hossain
বিএনপির ‘ঠেলাগাড়ি’ প্রতীকের কমিশনার প্রার্থীর এজেন্ট মোশাররফ হোসেন (ডানে)। ১ ফেব্রুয়ারি ২০২০। ছবি: প্রবীর দাশ

বাড্ডা হাইস্কুলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্কুল মাঠের এক কোণায় সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলাম। বেশ কয়েকজন ভোটার সামনে দিয়ে যাওয়া-আসা করছিলেন। এমন সময় দুজন ব্যক্তি সামনে এসে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাস করলেন, “আপনারা কি সংবাদকর্মী?”

“হ্যাঁ” উত্তর দিতেই তাদের একজন বলতে শুরু করেন একজন নির্বাচন এজেন্ট হিসেবে তার তিক্ত অভিজ্ঞতার কথা।

জানালেন, সকাল থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে প্রচ্ছন্ন হুমকি দেয়। তাকে সেই এলাকা ছেড়ে চলে যেতে বলে। কিন্তু, সে সেখান থেকে যেতে না চাইলে একসময় তাকে লাঞ্ছিত করা হয়।

তিনি বিএনপির ‘ঠেলাগাড়ি’ প্রতীকের কমিশনার প্রার্থীর এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আমার নাম মোশাররফ হোসেন। আমার পোলিং এজেন্টের কার্ড কাইরা নিয়া ছবিটা ছিঁইড়া দিছে। আর কার্ডটি নিয়া গেছে। আমারে এই কেন্দ্র থেইক্যা চইল্যা যাইতে কইছে।”

তিনি আতঙ্ক নিয়ে আরও বললেন, “আমাকে কইছে, দুই মিনিট সময় দিলাম, চইল্যা না গেলে...।”

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

1h ago