নির্বাচন নিয়ে ইসিতে ৩৩টি অনিয়মের অভিযোগ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) কমপক্ষে ৩৩টি অনিয়মের অভিযোগ এসেছে বলে জানানো হয়েছে।
এসব অভিযোগের মধ্যে রয়েছে, ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া এবং অস্ত্র নিয়ে কেন্দ্রের সামনে ঘোরাফেরা করা ইত্যাদি।
আজ দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত ৩৩টি অভিযোগ আসার কথা জানান মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু।
তিনি বলেন, “ভোটারদের কাছ থেকেই বেশি অভিযোগ এসেছে। তারা দাবি করেছেন যে, তারা ভোটকেন্দ্রে ঢুকতে পারেননি।”
পরিস্থিতি দেখার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
অভিযোগের ভিত্তিতে ৪২ নম্বর ওয়ার্ডের বড় বেরাইদ কৃষিপাড়া এলাকা থেকে একজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন ম্যাজিস্ট্রেট।
ইসি কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ফোনে কথা বলে এসব অভিযোগ দায়ের করেছেন।
Comments