নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে ইট-পাটকেল বিনিময়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপক্ষকেই ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে।

এই ঘটনায় একজন সাংবাদিকসহ তিন জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

2h ago