বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত মেসি, তবে...
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। তবে এ চুক্তিতে একটি নতুন শর্ত জুড়ে দিয়েছেন এ আর্জেন্টাইন তারকা। চাইলেই যে কোন মৌসুমের শেষে বিনা রিলিজ ক্লজে দল ছাড়ার অনুমতি দিতে হবে তাকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপার্তিভো।
বার্সেলোনার সঙ্গে আর ১৮ মাসের মতো চুক্তি রয়েছে মেসির। কিন্তু বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ আরও বাড়াতে চাইছে। আর তা এখনই। মেসিরও চুক্তি করতে কোন আপত্তি নেই। কিন্তু লম্বা সময়ের চুক্তিতে আগ্রহ নেই তার। স্প্যানিশ দৈনিকটির মতে প্রতি এক মৌসুম করে চুক্তি করতে চান এ আর্জেন্টাইন।
সংবাদে বলা হয়েছে, মেসির চাওয়া বার্সার সঙ্গে প্রতি বছরের ৩০ জুনের পর স্বয়ংক্রিয়ভাবে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তখন চাইলে কোনো রিলিজ ছাড়াই দল বদল করতে পারবেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। ব্যাপারটা এমন যে প্রতি বছর ভিত্তিক চুক্তি করতে চাইছেন মেসি।
তবে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ চাইছেন বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করুক মেসি। গত ডিসেম্বরে এমন মন্তব্য করেছিলেন তিনি। তাই মেসিকে চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করতে বলছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেসির সিদ্ধান্ত পরিবর্তন করতে।
বার্সেলোনা মেসিকে ধরে রাখতে চাওয়াটা খুবই স্বাভাবিক। জাভি-ইনিয়েস্তাদের প্রস্থানের পর লম্বা সময় ধরে দলকে প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন মেসি। তাকে ঘিরেই তৈরি করা হয় কাতালানদের সব পরিকল্পনা। এক ম্যাচে মেসি না খেললেই জয় পেটে হিমশিম খেতে হচ্ছে দলটিকে।
পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ার পর তাদের সংগ্রামের উদাহরণ তো একেবারেই টাটকা। তাই বিকল্প খেলোয়াড় না পাওয়া পর্যন্ত তাকে ছাড়ার কোন চিন্তাই নেই ক্লাবটির।
আগামী জুনেই ৩৩'য়ে পা দিবেন মেসি। এ বয়সে অনেক খেলোয়াড়ই হারিয়ে ফেলেন সেরা ছন্দ। অনেকেই অবসরেই চলে যান। তবে এ বয়সে এখনও তরুণদের মতোই খেলে চলেছেন মেসি। নিজের খেলায় কিছুটা পরিবর্তন এনেছেন তিনি। এখন শুধু ফরোয়ার্ড হিসেবে খেলেন না। কিছুটা নিচে নেমে দলের মূল প্লে-মেকারই বনে গেছেন তিনি। তাই আগামী চার-পাঁচ বছর সেরা ছন্দ নিয়ে খেলার সক্ষমতা রয়েছে তার।
Comments