আগামীকাল ঢাকায় বিএনপির হরতাল
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করার কথা জানিয়েছেন তিনি।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।”
এর আগে নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইসির কাছে অভিযোগ তুলে ধরেন।
ইসি থেকে বেরিয়ে সাংবাদিকদের আমির খসরু জানান, অনেক কেন্দ্রেই ধানের শীষের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেক জায়গায় তাদের লাঞ্ছিত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
Comments