প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে তাপস-আতিক
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।
শনিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ সিটির (ডিএসসিসি) মোট ১,০৭৫টি ও উত্তরের (ডিএনসিসি) ৮১১টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে।
বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ডিএসসিসিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩,৯৯,৬৯৫ ভোট। বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন পেয়েছেন ২,১৯,০২৭ ভোট।
ডিএনসিসিতে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন ২,৫৯,০৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পেয়েছেন ১,৫৯,৩৬১ ভোট।
ঢাকা উত্তরে ১,৩১৮টি এবং দক্ষিণে ১,১৫০টি ভোটকেন্দ্র রয়েছে।
Comments