৩০ শতাংশেরও কম ভোট পড়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”
দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে ৩০ শতাংশেরও কম ভোটার ভোট দিয়েছে।
“রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল,” যোগ করেন সিইসি।
এর আগে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, “শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের নির্বাচনে ২৫ শতাংশেরও কম ভোট পড়েছে।”
Comments