বেনজেমার গোলে মাদ্রিদ ডার্বিতে জিতল রিয়াল

লালিগায় রিয়াল মাদ্রিদের স্বপ্ন যাত্রা ছুটে চলেছেই। শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে দলটি। করিম বেনজেমার দেওয়া একমাত্র গোলে শীর্ষস্থান মজবুদ করেছে তারা। এ নিয়ে সাতটি লিগ ম্যাচে অপরাজিত রইল জিনেদিন জিদানের শিষ্যরা।
ছবি: এএফপি

লালিগায় রিয়াল মাদ্রিদের স্বপ্ন যাত্রা ছুটে চলেছেই। শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে দলটি। করিম বেনজেমার দেওয়া একমাত্র গোলে শীর্ষস্থান আরও মজবুদ করেছে তারা। এ নিয়ে লিগে টানা ১৩টি ম্যাচে অপরাজিত রইল জিনেদিন জিদানের শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন ১-০ গোলে জয় পায় রিয়াল। এর আগে গত সেপ্টেম্বরে নিজেদের প্রথম দেখায় ওয়ান্দা মেত্রোপলিতানোতে এ দুইদলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

যদিও ম্যাচের প্রথমার্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি রিয়াল। এ অর্ধে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল ইনজুরি জর্জর অ্যাতলেতিকোই। তবে সে ধারা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি দিয়াগো সিমিওনির শিষ্যরা। ম্যাচের ব্যবধান গড়ে দেন বর্ষীয়ান করিম বেনজেমা। ঘরের মাঠে মাদ্রিদ ডার্বিতে এটাই বেনজেমার প্রথম গোল। তার দেওয়া একমাত্র গোলটি শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

এদিন ম্যাচের ১৮তম মিনিটে এগিয়ে যেতে পারতো অ্যাতলেতিকো। ভিতোলোর অসাধারণ শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কর্তুয়া। ছয় মিনিট পর বড় বাঁচা বেঁচে যায় রিয়াল। ভাগ্যের ফেরে গোল পায়নি নগর প্রতিদ্বন্দ্বীরা। আনহেল কোরেয়ার শট বারপোস্টে লেগে ফিরে। 

দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার টনি ক্রুস ও ইসকোকে বসিয়ে ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও লুকাস ভাসকেসকে নামান রিয়াল কোচ জিদান। তাতেই আক্রমণের ধার বাড়ে রিয়ালের। সে ধারায় ৫৬তম মিনিটেই কাঙ্ক্ষিত গোল পায় দলটি। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল ধরে ডি-বক্সে ক্যাট ব্যাক করেন ফেরলান্ড মেন্ডি। আলতো টোকায় বল জালে জড়ান করিম বেনজেমা।

৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো রিয়াল। বাঁ প্রান্ত থেকে ডি-বক্সে ঢুকে জোরালো শট নিতে ব্যর্থ হওয়ায় ভালো একটি সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস।

এ জয়ে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ৪৩ পয়েন্ট। ফলে পরিষ্কার ছয় পয়েন্টের ব্যবধানে লিগে এগিয়ে আছে দলটি। ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট অ্যাতলেতিকো। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে দলটি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago