সৌম্য-শান্তকে ফেরানোর যে ব্যাখ্যা প্রধান নির্বাচকের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেছিলেন সৌম্য সরকার। দুই ইনিংস মিলিয়ে দুই পজিশনে ব্যাট করে খুব একটা ভালো করেননি। এরপর তার জায়গা মেলেনি ভারত সফরের টেস্ট দলে। নাজমুল হোসেন শান্ত সর্বশেষ টেস্ট খেলেছেন আরও আগে, ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে এই দুজনকেই দলে ফেরানো হয়েছে। যার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
Nazmul Hossain Shanto & Soumya Sarkar
নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার (ফাইল ছবি/স্টার)

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেছিলেন সৌম্য সরকার। দুই ইনিংস মিলিয়ে দুই পজিশনে ব্যাট করে খুব একটা ভালো করেননি। এরপর তার জায়গা মেলেনি ভারত সফরের টেস্ট দলে। নাজমুল হোসেন শান্ত সর্বশেষ টেস্ট খেলেছেন আরও আগে, ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে এই দুজনকেই দলে ফেরানো হয়েছে। যার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সৌম্য

সৌম্যের খেলার ধরণের সঙ্গে টেস্ট ক্রিকেট কতটা যায়, সে প্রশ্ন বরাবরই ছিল। তবু এসব এড়িয়েই তিনি খেলেছেন ১৫ টেস্ট। ২৯.২১ গড়ে ৮১৮ রান তার। তবে উপমহাদেশের উইকেটের চেয়ে বাউন্স ও গতিময় উইকেটে বেশি ভালো তিনি। নিউজিল্যান্ড সফরে যেমন খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৪৯ রানের ইনিংস।

প্রধান নির্বাচক জানালেন চোটের কারণে সাদমান ইসলাম না থাকায় সুযোগ দেওয়া হয়েছে সৌম্যকে। ওপেনিং থেকে সাত, বিভিন্ন পজিশনে ব্যাট করার সামর্থ্যের কারণেই বিবেচনায় এসেছেন তিনি, ‘সৌম্যকে নেওয়া হয়েছে সে টপ অর্ডার, মিডল অর্ডার দুই জায়গায় খেলতে পারে। যেহেতু সাদমান নাই চোটের কারণে কাজেই সৌম্য এসেছে। এছাড়া সাইফ হাসান আছে টপ অর্ডারের বিবেচনায়। ’

শান্ত

নাজমুল হোসেন শান্তর খেলার ধরণের জন্যই তার মাঝে দেখা হচ্ছিল টেস্ট ব্যাটসম্যানের ছায়া। কিন্তু পর্যায়ক্রমে নানান ধাপ পেরিয়েও সর্বোচ্চ মঞ্চে থিতু হতে পারছিলেন না তিনি। জায়গা করতে পারছিলেন না নিজের জাতীয় দলে। নিউজিল্যান্ডে অপ্রস্তুত অবস্থায় টেস্ট অভিষেকের পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলেন আরেক টেস্ট। তাতে মলিন পারফরম্যান্সে বাদ পড়েন। এবার আবার সুযোগ এসেছে তার। তবে এই সুযোগ তিনি পাচ্ছেন মুশফিকুর রহিম না থাকায়। প্রধান নির্বাচক জানালেন, এমনিতে টপ অর্ডার ব্যাটসম্যান হলেও শান্তকে বিবেচনা করা হচ্ছে মিডল অর্ডারে,  'মুশফিকের অভাব পূরণের জন্য মুমিনুল আর শান্ত আছে। মুমিনুল তো চারেই ব্যাট করে। শান্তকে নেওয়া হয়েছে মিডল অর্ডারের বিবেচনায়।'

৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজের পরের টেস্ট হবে এপ্রিল মাসে।

 

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

10m ago