ভোটকেন্দ্রের ‘সহায়তাকারী’!

গলায় ঝোলানো কার্ড দেখে বোঝা যায় তিনি ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নুর তাপসের কর্মী বা সমর্থক। গতকাল ভোটগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রের ভেতরে, ভোটারের গোপনীয় বুথে অবাধ যাতায়াত করতে দেখা গেছে এই ‘সহায়তাকারীকে’।
vote_all_day-1.jpg
ছবি: এমরান হোসেন/স্টার

গলায় ঝোলানো কার্ড দেখে বোঝা যায় তিনি ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নুর তাপসের কর্মী বা সমর্থক। গতকাল ভোটগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রের ভেতরে, ভোটারের গোপনীয় বুথে অবাধ যাতায়াত করতে দেখা গেছে এই ‘সহায়তাকারীকে’।

গেট থেকে ভোটারকে সঙ্গে নিয়ে পোলিং অফিসারের কাছে গেছেন। আঙুলের ছাপ মেলাতে সহায়তা করেছেন। তারপর ভোটারকে নিয়ে পেলিং বুথে ঢুকেছেন। ভোটার কোন প্রতীকে ভোট দিবেন তা দেখিয়ে দিয়েছেন। বিএনপির নির্বাচনী এজেন্ট ছিলেন না। সবই ঘটেছে ভোটগ্রহণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদকর্মীদের চোখের সামনে।

গতকাল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের সময় প্রায় প্রতিটি কেন্দ্র এমন একাধিক ‘সহায়তাকারীকে’ দেখা গেছে।

ঘড়ির কাটা ও ছবির সময় অনুযায়ী লক্ষ্য করলে ‘সহায়তাকারী’র কার্যক্রম পরিষ্কারভাবে বোঝা যাবে। ২.৩০ মিনিটে তোলা ছবিটিতে তিনি দুজন মার্কিন পর্যবেক্ষকের দিকে কোমল পানীয়ের বোতল এগিয়ে দিচ্ছেন। ১০.০৫ মিনিটের

ছবিটিতে তিনি একজন ভোটারের সঙ্গে ছবি তোলার জন্যে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

3h ago