সীমান্ত-হত্যা বৃদ্ধি উদ্বেগজনক: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্ত-হত্যা ক্রমশ বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
AK Abdul Momen
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

সীমান্ত-হত্যা ক্রমশ বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বছর সীমান্ত হত্যার সংখ্যা বেড়েছে। ভারত বারবার আশ্বাস দিলেও তা বন্ধ হচ্ছে না। বরং এ ধরনের ঘটনা ঘটেই চলেছে।”

ভারত-বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও কোনো সীমান্ত হত্যা বাড়ছে— এ নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানিয়েছে।”

মোমেন আরও বলেন, “কিছু বাংলাদেশি মাঝে-মাঝে সীমান্ত অতিক্রম করে, যা উচিত নয়।” তিনি জানান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি রয়েছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত-হত্যা শূন্যে আনার সিদ্ধান্তে পৌঁছেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

5h ago