সীমান্ত-হত্যা বৃদ্ধি উদ্বেগজনক: পররাষ্ট্রমন্ত্রী
সীমান্ত-হত্যা ক্রমশ বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বছর সীমান্ত হত্যার সংখ্যা বেড়েছে। ভারত বারবার আশ্বাস দিলেও তা বন্ধ হচ্ছে না। বরং এ ধরনের ঘটনা ঘটেই চলেছে।”
ভারত-বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও কোনো সীমান্ত হত্যা বাড়ছে— এ নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানিয়েছে।”
মোমেন আরও বলেন, “কিছু বাংলাদেশি মাঝে-মাঝে সীমান্ত অতিক্রম করে, যা উচিত নয়।” তিনি জানান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি রয়েছে।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত-হত্যা শূন্যে আনার সিদ্ধান্তে পৌঁছেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
Comments