পাঁচ তারকার প্রিয় ১০ বই
তারকাদের অনেকেই অবসর পেলে বই পড়েন। হারিয়ে যান বইয়ের ভুবনে। বইয়ের দোকান থেকে কিনে আনেন বই। উপহার হিসেবেও বই পেতে ভালোবাসেন। শোবিজ অঙ্গনের পাঁচ তারকাশিল্পী বলেছেন তাদের পছন্দের ১০টি বইয়ের কথা। এই তালিকা থেকে আপনিও পড়ে নিতে পারেন পছন্দের বইগুলো।
কুমার বিশ্বজিৎ
১. গোরা: রবীন্দ্রনাথ ঠাকুর
২. পূর্ব-পশ্চিম: সুনীল গঙ্গোপাধ্যায়
৩. গর্ভধারিণী: সমরেশ মজুমদার
৪. উত্তরাধিকার: সমরেশ মজুমদার
৫. দেবদাস: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬. পথের দাবী: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭. মেমসাহেব: নিমাই ভট্টাচার্য
৮. লালসালু: সৈয়দ ওয়ালিউল্লাহ
৯. অসমাপ্ত আত্মজীবনী: শেখ মুজিবুর রহমান
১০. মৃত্যুক্ষুধা: কাজী নজরুল ইসলাম
ফাহমিদা নবী
১. শেষের কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুর
২. মানবজমিন: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩. বৃষ্টি: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪. রহস্যভেদী কিরিটা: নীহাররঞ্জন গুপ্ত
৫. হ্যামলেট: শেক্সপিয়ার
৬. বিলাসী: শংকর
৭. আরণ্যক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৮. মাসুদ রানা: কাজী আনোয়ার হোসেন
৯. ঋণ: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১০. শার্লক হোমস: স্যার আর্থার কোনান ডয়েল
ফেরদৌস
১. নন্দিত নরকে: হুমায়ূন আহমেদ
২. পথের পাঁচালী: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩. মনের মানুষ: সুনীল গঙ্গোপাধ্যায়
৪. মা: আনিসুল হক
৫. অসমাপ্ত আত্মজীবনী: শেখ মুজিবুর রহমান
৬. ছবির দেশে কবিতার দেশে: সুনীল গঙ্গোপাধ্যায়
৭. গর্ভধারিণী: সমরেশ মজুমদার
৮. শঙ্খনীল কারাগার: হুমায়ূন আহমেদ
৯. হিমু: হুমায়ূন আহমেদ
১০. কেউ কথা রাখেনি: সুনীল গঙ্গোপাধ্যায়
ববি
১. কোথাও কেউ নেই: হুমায়ূন আহমেদ
২. তিথির নীল তোয়ালে: হুমায়ূন আহমেদ
৩. সাতকাহন: সমরেশ মজুমদার
৪. চোখের বালি: রবীন্দ্রনাথ ঠাকুর
৫. দেবদাস: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬. দ্য নেমসেক: ঝুম্পা লাহিড়ী
৭. অন্য জীবন: হুমায়ূন আহমেদ
৮. নোটবুক: নিকোলাস স্পার্ক
৯. হ্যারি পটার: জে কে রাউলিং
১০. হাত কাটা রবিন: মুহম্মদ জাফর ইকবাল
সিয়াম আহমেদ
১. হাত কাটা রবিন: মুহম্মদ জাফর ইকবাল
২. আমি তপু: মুহম্মদ জাফর ইকবাল
৩. রাতুলের রাত রাতুলের দিন: মুহম্মদ জাফর ইকবাল
৪. হিমু রিমান্ডে: হুমায়ূন আহমেদ
৫. দরজার ওপাশে: হুমায়ূন আহমেদ
৬. মিসির আলী অমীমাংসিত রহস্য: হুমায়ূন আহমেদ
৭. বৃহন্নলা: হুমায়ূন আহমেদ
৮. নিশিথিনী: হুমায়ূন আহমেদ
৯. মা: আনিসুল হক
১০. দ্য ফল্ট ইন আওয়ার স্টার: জন গ্রিন
Comments