সিলেটে অবাধে পাথর উত্তোলন: আরও এক শ্রমিকের মৃত্যু
অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযানের পরও সিলেটে বন্ধ হচ্ছে না পাথর উত্তোলন। সেইসঙ্গে বেড়েই চলেছে পাথর শ্রমিকের মৃত্যুর সংখ্যা।
আজ সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় নিহত হয়েছেন এক শ্রমিক। আহত হয়েছেন দুই জন।
নিহত রুবেল মিয়া (২৪) নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কালাইরাগ এলাকার বালুচর গ্রামের এরশাদ মিয়ার নিয়ন্ত্রণাধীন পাথরের কোয়ারিতে সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় রুবেলের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, আহত দুই শ্রমিকও একই হাসপাতালে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার উপজেলার শাহ আরেফিন টিলা এলাকায় একইভাবে মাটি ধসে মারা যান তানভির হোসেন নামের এক পাথর শ্রমিক।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২০ জানুয়ারি শাহ আরেফিন টিলা এলাকায় আরো এক শ্রমিকের মৃত্যুর ঘটনার পর বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) একটি প্রতিবেদন প্রকাশ করে।
ওই প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ২৩ জানুয়ারি থেকে এ বছরের ২০ জানুয়ারি পর্যন্ত ৭৬ পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। যার অধিকাংশই সিলেটের কোম্পানীগঞ্জে।
বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা আক্তার জানান, অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স যে অভিযান চালায়, তা খুবই অপ্রতুল। পরিস্থিতি এতটাই ব্যাপক যে সরকারি ও রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব নয়।
Comments