শীর্ষ খবর

ভারত থেকে আসা মহিষের গুঁতোয় বাংলাদেশি নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা মহিষের গুঁতোয় এক নারী নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা মহিষের গুঁতোয় এক নারী নিহত হয়েছেন।

রোববার সকালে গৌরাঙ্গলা গ্রামে এসেই মহিষটি অতর্কিত আক্রমণ চালায়। তাণ্ডব চালিয়ে সাত জনকে আহত করেছে এটি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের তৈরি হয়েছে।

নিহত সাফিয়া বেগম গৌরাঙ্গলা গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী। আহতরা সবাই কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনাটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গ্রামবাসীদের বরাত দিয়ে ওসি জানান, একটি খ্যাপাটে মহিষ বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে গৌরাঙ্গলা গ্রামে আকস্মিক আক্রমণ শুরু করে। মহিষটি সাফিয়াসহ আট গ্রামবাসীকে আহত করে।

সাফিয়াকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গ্রামবাসীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহিষটি গৌরাঙ্গলা গ্রামের একটি ধানের খেতে অবস্থান করছিল। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মহিষটির গতিবিধির ওপর নজর রাখছেন।

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

56m ago