হাসপাতালে ভর্তি চীনফেরত ৮ জন সুস্থ রয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল চীনের উহান থেকে ফিরিয়ে আনা বাংলাদেশিদের মধ্যে যে আটজনকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে ইউএনবি জানায়, ফিরে আসা ৩১২ জনের মধ্যে সাত জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আরেকজনকে নেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। উহান থেকে ফিরিয়ে আনা সবাই সুস্থ রয়েছেন। তাদের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, আশকোনায় হাজি ক্যাম্পে যাদের কোয়ারেন্টাইন রাখা হয়েছে তাদের সঙ্গে এখনই স্বজনদের দেখা করার কোনো সুযোগ নেই।
সেই সঙ্গে তিনি জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে দেশে ভ্রমণে না যাওয়ার অনুরোধ জানান।
গত শনিবার চীনের অবরুদ্ধ শহর উহান থেকে ৩১২ জনকে বাংলাদেশিকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনা হয়। পরে সেখান থেকে বাংলাদেশি লোকজনকে বাসে করে সরাসরি আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়। সর্দি-জ্বরের উপসর্গ থাকায় আট জনকে নেওয়া হয় হাসপাতালে। ফিরে আসা সবাইকে ১৪ দিন কোয়ারেন্টাইন অবস্থায় রাখা হবে।
Comments