রাজধানীতে ৩ বছরের শিশু ধর্ষণ, কিশোর আটক

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর বসিলায় সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেইন জানান, শিশুটির পরিবার থানায় অভিযোগ জানালে ওই এলাকার একটি দোকান কর্মচারী কিশোরকে আটক করা হয়।

পুলিশ জানায়, চকোলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানে নিয়ে ধর্ষণ করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Comments