দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে আবারও গুলি
ভারতের দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ সমাবেশে আবারও গুলি চালিয়েছে দুই বন্দুকধারী।
গত রাতে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, গত কয়েকদিনের মতো গতরাতেও সিএএ-বিরোধী প্রতিবাদ সমাবেশ করছিলো শিক্ষার্থীরা। সেসময় একটি স্কুটারে এসে গুলি চালায় দুই বন্দুকধারী।
জামিয়া সমন্বয় কমিটির সদস্যরা জানিয়েছেন, হামলাকারীদের একজন লাল জ্যাকেট পরা ছিলো। তিনি বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেটের কাছে এসে গুলি চালান। এ ঘটনায় কেউ আহত হননি।
শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের গেট লক্ষ্য করেই গুলি চালিয়েছিলো দুই বন্দুকধারী।
দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জগদীশ যাদব বলেছেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩০ জানুয়ারি পুলিশের উপস্থিতিতেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায় এক তরুণ। সেই ঘটনায় আহত হন জামিয়ার এক ছাত্র।
১ ফেব্রুয়ারি দিল্লির শাহিনবাগের সিএএ-বিরোধী সমাবেশেও হামলার ঘটনা ঘটে। ওই হামলার ২৪ ঘণ্টার মধ্যেই আবারও এই গুলির ঘটনা ঘটলো।
Comments