সিরিয়ার সরকারি বাহিনীর গুলিতে তুরস্কের ৪ সেনা নিহত
সিরিয়ার ইদলিব শহরে সরকারি বাহিনীর গুলিতে তুরস্কের চার সেনা সদস্য নিহত হয়েছেন।
আজ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, আজকের হামলায় আরও নয় সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ইদলিবে তুর্কি বাহিনীর অবস্থান আগে থেকেই জানতো সিরিয়ার সরকারি বাহিনী, তবুও তারা গুলি চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এই হামলার পর সিরিয় সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত সেনা, ট্যাংকসহ অন্যান্য সামরিক যান মোতায়েন করেছে তুরস্ক।
Comments