লুটেরাদের বিরুদ্ধে কানাডায় সামাজিক আন্দোলন অব্যাহত

Canada Final-1.jpg
বাঙালিপাড়া হিসেবে পরিচিত কানাডার ডেনফোর্থে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

লুটেরা ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা।

গতকাল সন্ধ্যায় লুটেরা ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা এই ঘোষণা দেন।

মানববন্ধনকারীরা বলেন, “কানাডাকে বাংলাদেশের লুটেরা ও অর্থপাচারকারীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।”

বাঙালিপাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থে অনুষ্ঠিত এই মানববন্ধনে শহরের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি কানাডিয়ানরা অংশ নেন। বাংলাদেশ থেকে দুর্নীতি ও ব্যাংকিং খাত থেকে অর্থ আত্মসাৎ করে কানাডায় পাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি সম্বলিত ব্যানার এবং পোষ্টার নিয়ে তারা এই প্রতিবাদ জানান।

বাংলাদেশের জাতীয় পত্র-পত্রিকায় কানাডায় বসবাসরত বাংলাদেশি লুটেরাদের তথ্য প্রকাশিত হয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কানাডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।

তারা বলেন, “কানাডা এবং বাংলাদেশ সরকারকে যৌথভাবেই এইসব লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসতে হবে।”

লুটেরা ও অর্থপাচারকারীদের শাস্তির দাবিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এর আগেও মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আরও পড়ুন:

বাংলাদেশ থেকে টাকা পাচারের প্রতিবাদে কানাডায় মানববন্ধন

‘লুটেরাদের নিরাপদ দেশ কানাডা নয়’

বাংলাদেশি লুটেরাদের বিরুদ্ধে কানাডায় সামাজিক আন্দোলন

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

1h ago