করোনাভাইরাস শনাক্তে সীমান্তে তৎপর ভারত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তের আরও তিন পয়েন্টে মেডিকেল স্ক্রিনিং চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।
Screening
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আগত যাত্রীদের স্ক্রিনিং করতে হেলথ ডেস্ক স্থাপন করা হয়েছে। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তের আরও তিন পয়েন্টে মেডিকেল স্ক্রিনিং চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন, নতুন এই তিন পয়েন্ট হলো- হিলি, পেট্রাপোল ও গেদে স্থলবন্দর।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে আমাদের প্রতিনিধি আরও জানিয়েছেন, এই তিনটি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট দিয়ে যারা ভারতে প্রবেশ করবেন, তাদের স্ক্রিনিং করা হবে। কারণ তাদের মধ্যে কেউ কেউ হয়তো সাম্প্রতিক সময়ে চীন ভ্রমণ করে থাকতে পারেন।

ওই কর্মকর্তা বলেছেন, “সীমান্তের এসব পয়েন্ট দিয়ে যারা ভারতে প্রবেশ করছেন, তাদের ওপর নজর রাখতে হবে। প্রবেশ অনুমতি দেওয়ার আগে অবশ্যই তাদের মেডিকেল পরীক্ষা করতে হবে।”

আগরতলা-আখাউড়া সীমান্তেও স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হয়েছে। এ পয়েন্ট দিয়েও বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে থাকেন।

এর আগে, গত মাসেই ভারত-নেপাল সীমান্তবর্তী তিন স্থানে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা দুজনই দেশটির দক্ষিণের রাজ্য কেরালায় চিকিৎসাধীন। একইসঙ্গে চীন থেকে আগত ৮০০ জনেরও বেশি ভারতীয়কে কেরালায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Metro rail services on Agargaon-Motijheel suspended

Metro rail services on Agargaon-Motijheel routes remain suspended since 9:40 am today due to “technical glitch”

9m ago